
স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী। ১৪৫ ম্যাচে ৯৪ গোল করে ফর্ম এর চূড়ায় থেকে অবসর। আর নিজের বেড়ে ওঠা অর্থাৎ নিজের শশুরবাড়ির শহর যুবভারতীতেই ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে অবসর নেবেন সুনীল। আর সুনীলের প্রাক্তন কোচ তথা তার শশুর সুব্রত ভট্টাচাৰ্য এদিন তিনি জানালেন ,’একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট ভাল খেলেছে এতদিন ধরে। ঠিকই আছে। ও তো ইন্টারন্যাশানাল ম্যাচ থেকে অবসর নিচ্ছে, ফুটবল থেকে তো নয় বেঙ্গালুরুর হয়ে খেলবে তো । ও নামের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে খেলেছে।মূলত নতুন ফুটবলারদের উঠে আসার সুযোগ দিতেই এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সুনীল। ও এখন নতুন জুনিয়র প্লেয়ারদের জায়গা করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। ক্লাবের হয়ে খেলবে। একদম ঠিক সিদ্ধান্ত। অনেক শুভেচ্ছা রইল ওর জন্য। আমি ওকে শেষ ম্যাচে দেখতে মুখিয়ে থাকব।’ পরিসংখ্যান বলছে সুনীলই সর্বকালের সেরা ভারতীয় ফুটবলার। তার শশুর কিন্তু বললেন,’পরিসংখ্যান গোল এগুলো দেখছি না তবে সর্বকালের সেরা নয়, অন্যতম সেরা। কারণ চুনিদা আছে, প্রদীপদা আছে, বলরাম আছে, সুভাষ ভৌমিক, আকবর, হাবিব আছে। ওদের সঙ্গে সুনীল থাকবে এক সারিতে।’আপাতত ঠিক আছে যুবভারতীতে সুনীলের স্ত্রী সোনমও হাজির থাকবেন।