
স্পোর্টস ডেস্ক :ভারতীয় ফুটবলে আরও একটি যুগের অবসান ঘটতে চলেছে। ১৯ বছরের বর্ণময় ফুটবল জীবনের ইতি টানার ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার সকালটা সুখকর হয়নি প্রচুর ফুটবলপ্রেমীর কাছে। ঘুম থেকে উঠেই বিষাদে ডুবে যেতে হয়েছে। সুনীলের অবসরের খবর শুনে মন খারাপ হয়েছে আরও একজনের। যার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। কিন্তু ভারতের অধিনায়কের সঙ্গে গাঢ় বন্ধুত্ব রয়েছে। তিনি বিরাট কোহলি। ক্রিকেট এবং ফুটবল, একই সময় দুটো ভিন্ন খেলায় দেশের অধিনায়ক থেকেছেন দু’জন। এমনকী দু’একবার একসঙ্গে ট্রেনিং করতেও দেখা গিয়েছে। দু’জনেই দিল্লির ছেলে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাই বন্ধুর অবসরের খবর পেয়ে চুপ করে থাকতে পারেননি বিরাট। নিজের এক্স হ্যান্ডেলে সুনীলের জন্য বিশেষ বার্তা পোস্ট করেন। বিরাট লেখেন, ‘আমার ভাই, তোমার জন্য গর্বিত।’ সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেন। এই একটি বাক্যেই মনের যাবতীয় ভাব প্রকাশ করেন কিং কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও সুনীলের উদ্দেশে একটি বার্তা পোস্ট করেছে। সেখানে লেখা হয়, ‘৬ জুন ভারতীয় ফুটবল অধিনায়ক অবসর নেবে। অসাধারণ যাত্রা স্কিপার। তুমি প্রচুর যুবকের প্রেরণা। তুমি তাঁদের স্বপ্ন দেখতে শিখিয়েছো।’