
নিজস্ব সংবাদ দাতাঃ বয়সন্ধির মেয়েদের জন্য ইচ্ছা দমন করবার উপদেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিরূপ মন্তব্যের মুখোমুখি হলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং পার্থসারথি সেন। উল্লেখ্য কয়েকদিন আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই বিচারপতি মন্তব্য করেছিলেন দু মিনিটের আনন্দ উপভোগ করবার বদলে বয়ঃসন্ধির মেয়েদের উচিত যৌন ইচ্ছা দমন করা। সুপ্রিম কোর্টের বিচারপতি এএস ওকা এবং পঙ্কজ মিঠাল তাদের স্বতঃ প্রণোদিত পর্যবেক্ষণে বলেছেন, বিচারপতিদের এই মন্তব্য, সংবিধানে ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে খর্ব করছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে আরো বলেছেন আদালতের বিচারপতিদের বয়ানে কোন ব্যক্তিগত মতামত বা অভিমত প্রতিফলিত হওয়া উচিত নয়।