
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শুনানি চলছিল। এজলাসে আইনজীবী মুকুল রোহতগী আর্জি জানান, তিনি দুটি হুইস্কির বোতল পেশ করতে চান। প্রধান বিচারপতির সম্মতিতে বোতল দুটি এনে নিজের টেবিলে রাখেন রোহতগী।
প্রধান বিচারপতিও প্রশ্ন করেন, ‘আপনি সঙ্গে করে বোতল নিয়ে এসেছেন?’ রোহতগী জানান, মামলার স্বার্থে এই দুটি বোতল। প্রসঙ্গত, পার্নড রিকার্ড নামের একটি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আর এক মদ প্রস্তুতকারী সংস্থা জে কে এন্টারপ্রাইজের মামলা চলছে সুপ্রিম কোর্টে। অভিযোগ ,ট্রেডমার্ক ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে জে কে এন্টারপ্রাইজ। সেই মামলার শুনানিতে এই ঘটনা ঘটেছে।