
সুমন্ত দাশগুপ্ত,নয়া দিল্লিঃ বিবাহবিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে দাবি করতে পারবেন খোরপোশ, এমনটাই রায় দিল দেশের উচ্চ আদালত। বিচারপতি বিভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ বেঞ্চের তরফে বুধবার এই রায় দেওয়া হয়।
বিবাহবিচ্ছেদের পর স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেছিলেন এক মুসলিম ব্যক্তির। তার প্রক্তন স্ত্রী খোরপোশের দাবিতে আদালতের দারস্থ হয়। যার জল গড়ায় দেশের সর্বচ্চ আদালতে। পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টে। বুধবার, সেই মামলাএ শুনানি হয় বিচারপতি বিভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ বেঞ্চে।
শীর্ষ আদালতের তরফে বলা হয়, ফৌজদারি আইনের ১২৫ ধারার অধীনে ডিভোর্সী মুসলিম মহিলাও তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে পারেন। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মুসলিম মহিলা বিবাহবিচ্ছেদে অধিকার সংরক্ষণ আইন, ১৯৮৬ সেকুলার আইনের উর্ধ্বে হতে পারে না।
বেঞ্চের তরফে সাফ জানানো হয়, সকল বিবাহিত মহিলাই খোরপোশের দাবি করতে পারেন, তা তিনি যে কোনও ধর্মেরই হন না কেন।