
ওঙ্কার ডেস্ক: এসএসসি তে ২৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে,সুপ্রিম কোর্ট আভাষ দিয়েছে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই না হলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেলকেই বাতিল করে দেওয়া হবে। বৃহস্পতিবার শুনানির দিন একাধিক প্রশ্নের মুখে পড়েন এসএসসি, সিবিআই ও রাজ্যের আইনজীবীরা। প্রশ্ন ছিল মূলত ওএমআর শিট, ‘সুপার নিউমেরারি’ পোস্ট সংক্রান্ত বিষয়ে। বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ২০১৬ সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে নম্বর কারচুপির প্রসঙ্গ তোলেন। লিখিত পরীক্ষায় নম্বর বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়, যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কী ভূমিকা নেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করা কি সম্ভব? সম্ভব হলে তা কেন করা হয়নি? তাছাড়াও প্রশ্ন ওঠে আরও একাধিক বিষয়ে তারমধ্যে অন্যতম হল- ওএমআর শিট কি আদৌ সংরক্ষণ করা হয়েছিল? প্রধান বিচারপতি এর পরিপ্রেক্ষিতে উত্তর দেন “সাধারণভাবে এটা ঠিক নয়। কেউ ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি। এসএসসি করেনি। তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে। তারাও করেনি”।দুই পক্ষের বক্তব্যের পর সুপ্রিম কোর্টের বিচারপতি উত্তর দিয়েছেন “যোগ্য অযোগ্যদের বাছাই করতেই হবে যত শীঘ্র সম্ভব”। এই বিষয়ে ফের শুনানির দিন ঘোষণা হয়েছে ২০২৪-এর জানুয়ারিতে।