
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ খুনের মামলায় নিশীথের রক্ষাকবচ খারিজ করে দেওয়ায়, শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । এদিকে নিশীথকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলনে নামে বঙ্গের শাসক দল তৃণমূল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, ওই মামলায় নিশীথের বিরুদ্ধে এখনই পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি ফিরে এল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে।