
জামিন না দিয়ে অভিযুক্ত কে দীর্ঘদিন আটকে রাখাটা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষন
নিজস্ব সংবাদ দাতাঃ বিচারের আগে জামিন না দিয়ে অভিযুক্ত কে দীর্ঘদিন আটকে রাখাটা কোন কাজের কথা না। দিল্লি আরক মামলায় একটি বেসরকারি মদ তৈরি কোম্পানির জেনারেল ম্যানেজারকে জামিন মঞ্জুর করতে গিয়ে সুপ্রিম কোর্ট শুক্রবার এ কথা জানালো। উল্লেখ্য দিল্লি আরক মামলায় ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার দুজন মন্ত্রী জেলে গিয়েছেন।