
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ দেশের শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে কেন্দ্র সরকার। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের ‘এক পদ, এক পেনশন’মমলার কেন্দ্রে স্লথ গতি কেন! প্রশ্ন সুপ্রিম কোর্টের। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে কেন্দ্রের কাছে জানতে চায় অসঙ্গতিগুলি এখনও ঠিক করা হল না কেন! পাশাপাশি কেন্দ্রকে জরিমানাও করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, আগামী ১৪ নভেম্বরের মধ্যে গোটা ব্যবস্থা ঠিক করতে হবে। তা না হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের ১০ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়ার নির্দেশ দেব আদালত।
বিচারপতি সঞ্জীব খান্না কেন্দ্রের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি ভর্ৎসনার সুরে বলেন, “এ সব কী হচ্ছে? যদি সরকার কোনও সিদ্ধান্তই না নেয়, তা হলে আমাদের করার কিছু নেই। হয় আপনারা ১০ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়া শুরু করুন, না হলে আদালত সিদ্ধান্ত নিক।”এদিন কেন্দ্রকে ২ লাখ টাকা জরিমানাও করেছে দেশের শীর্ষ আদালত।