
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে সংঘাত। তার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এইসবের মধ্যে আদালতে আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে,তার নির্দেশনামায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তাই শনিবার বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড। অভিষেক এই মামলার অংশ হতে চান শনিবার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও শোনা হোক।