
সুমন্ত দাশগুপ্তঃ,নয়াদিল্লিঃ রাজা বলেন বৃষ্টি নামা নইলে কিছ্যু মিলছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুকুমার রায়ের আবোল তাবোল সম্ভবত পড়েননি। কিন্তু অরবিন্দের সরকারের ডেপুটি সেক্রেটারি শুক্রবার সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন দিল্লির দূষণ থাকাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর অনুমতির জন্য।
সুপ্রিমকোর্টে কেজরিওয়াল সরকারের আবেদন ছিল, কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য দিল্লির কেন্দ্রীয় সরকারের অসংখ্য অনুমতি লাগবে। কিন্তু বিষয়টা জরুরী। যদি সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় অনুমতি দেন। সুপ্রিম কোর্ট অবশ্যই জানিয়েছে এই ধরনের টেকনিক্যাল বিষয়ে অনুমতি তারা দিয়ে দিতে পারেন না। দিল্লির রাজ্য সরকারকে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করতে হবে।