
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল আন্দলনরত কর্মচারীরা। মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। ডিএ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয়। এরপরেই সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সরকার।