
নিজস্ব সংবাদদাতাঃ ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মানল সর্বচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চ এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালে ২৫ মার্চ পর্যন্ত যাঁরা ভারতে প্রবেশ করেছেন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। এই রায়ে একমত দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি মনোজ মিশ্র। অন্যদিকে, ৬-এ ধারাকে ‘অসাংবিধানিক’ বলে অ্যাখ্যা দিয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা।