
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর, মহিলাদের নাইট শিফটে কাজ না করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে এই বিজ্ঞপ্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি সাফ বলেন, ‘দ্রুত এই বিজ্ঞপ্তি সংশোধন করতে হবে।’
প্রধান বিচারপতি বলেন, ‘নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না, এ কথা বলতে পারেন না। বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন। ফলে এই বিজ্ঞপ্তি কেন? এটি কীভাবে হতে পারে? মহিলারা এই ধরনের কোনও ছাড় চান না। তাঁরা চান সমান সুযোগ। মহিলা চিকিৎসকরা সব পরিস্থিতিতে কাজ করতে চান। তাঁদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি ঠিক করতে হবে।’রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেন, ‘বিজ্ঞপ্তির ওই অংশটুকু মুছে দেওয়া হবে।’