
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল, নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস সম্প্রতি রাজ্যপাল যে ১১ জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন, তাঁরা আর কোনও সুযোগসুবিধা পাবেন না।এমনকি বিশ্ববিদ্যালয়ের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও তাঁরা নিতে পারবেন না।
উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা নিয়ে রাজ্য ও রাজভবনের দূরত্বতা সৃষ্টি হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার সেই মামলার শুনানি হয়। এজলাসে, দুই বিচারপতি জানান, রাজ্যের যে যে আপত্তি রয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে তা আদালত শুনবে পরবর্তী শুনানিতে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে যে সার্চ কমিটি গঠন করার কথা বলা হয়েছিল তাতে রাজ্য আবেদন করেছিল সেখানে যেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকে। সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত।
প্রসঙ্গত,স্থায়ী উপাচার্য নেই রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে। স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য গত ২১ অগাস্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটি সার্চ কমিটি গঠন করার নির্দেশ দেয়। পাশাপাশি উপাচার্য নিয়োগে রাজ্যের দিকে সহযোগিতার হাত বাড়াতে রাজ্যপালকে পরামর্শ দিয়েছিল দেশের সর্বচ্চ আদালত।