
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘সবকা সাথ সবকা বিকাশ’-র স্লোগান তুলে আসছেন, তখন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই স্লোগান পালটে দিলেন। বললেন, ‘জো হামারা সাথ, হাম উনকা সাথ’। সেইসঙ্গে সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার নিদানও দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সায়েন্স সিটিতে বিজেপির মহাবৈঠকে শুভেন্দু অধিকারী বেফাঁস মন্তব্য ঘিরে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও মানছেন না বিজেপি বঙ্গের নেতা?
বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শুভেন্দু বলেন, ‘আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, যো হামারি সাথ হাম উনকে সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা।’
তিনি আরও বলেন, ‘বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে ২ কোটি ৩৩ লক্ষ ভোট পেয়েছে। তৃণমূলের জেহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে উনিশের পর বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল অত্যাচার করে। এক লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি। সংগঠন নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। ৪৫ মিনিট সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জানিয়ে এসেছি কিভাবে বাংলাকে বাঁচানো যায়।
প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কিন্তু, কোথায় খামতি? অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেছেন, মেরুকরণের ভোট অঙ্ক বাংলায় মেলাতে পারেনি বিজেপি। ভোটের ফল নিয়ে বিশ্লেষণ করতে এদিন সায়েন্স সিটিতে বসে বিজেপির রাজ্য কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই বিস্ফোরক কথা বললেন শুভেন্দু। যা বঙ্গ বিজেপি কে অস্বস্তি তে ফেলেছে নতুন করে।