
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বিপত্তি ভারতীয় ক্রিকেট শিবিরে। ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে যথেষ্টই সন্দেহ তৈরি হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বেশ কয়েকটি পরীক্ষার পরই জানা যাবে, আগামী রবিবার ভারতের প্রথম ম্যাচে তিনি আদৌ খেলতে নামবেন কি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। তবে তিনি প্রথম ম্য়াচটা খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম এই ব্যাপারের উপর কড়া নজরদারি চালাচ্ছে।