
সুমন্ত দাশগুপ্তঃ গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমার। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগ উঠেছে বৈভব কুমারের বিরুদ্ধে। শনিবার দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ১৩ মে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন স্বাতী মালিওয়াল। সেখানে আচমকা তাঁর উপর চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব বৈভব। স্বাতীর পেটে লাথি মারা হয় বলে বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্বাতী মালিওয়ালে ঋতুস্রাব চলাকালীন তার সঙ্গে বৈভব এই আচারণ করেছেন বলে পুলিশের কাছে দায়ের করেন স্বাতী।