
স্পোর্টস ডেস্ক :একেই বোধহয় বলে হ্যাপি এন্ডিং। দেশের হয়ে টি২০বিশ্বকাপ জিতে দেশকে চ্যাম্পিয়ন করেই টি২০ ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। এদিন কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বললেন,’দেশের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বা বলা ভালো দেশের হয়ে টি-টোয়েন্টিতে এটা আমার শেষ ম্যাচ।’ সঞ্চালক দ্রুতই তাঁকে জিজ্ঞেস করেন, আপনি কিন্তু একটা বড় ঘোষণা করে দিলেন। বিরাট কোহলি বলেন, ‘এটা আমি আগেই ঠিক করে রেখেছিলাম। আজ হারলেও বলতাম, এটাই দেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এটা ঘোষণার কিছু নেই। ওপেন সিক্রেট। তরুণদের হাতে পতাকা দিয়ে গেলাম। এ বার ওরা দেশকে এগিয়ে নিয়ে যাক।’গোটা টুর্নামেন্টে রান পাননি। তবে ফাইনালে দল যখন বিপর্যয়ের মুখে ৫৯ বলে ৭৬ রানের মূল্যবান ইনিংস খেললেন কোহলি।২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে টি২০ ক্রিকেটে অভিষেক হয় কোহলির। ১২৫ ম্যাচে তাঁর রান সংখ্যা ৪১৮৮। টি২০ ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রান অপরাজিত ১২২। গড় ৪৮.৩৭। এই ফর্ম্যাটে একবার শতরান করেছেন সঙ্গে ৩৯ বার অর্ধশতরান। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বাধিক পঞ্চাশ প্লাস স্কোরের নিরিখে বাবর আজমের রেকর্ড স্পর্শ করলেন কোহলি। ১২৬ ম্যাচে ৩৯টি অর্ধশতরান করেছেন কোহলি, সেখানে বাবর করেছেন ১২৩ ম্যাচেই।