
নিজেস্ব প্রতিনিধিঃ ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন টিম ইন্ডিয়া। ফের এবার সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পূর্বাভাস রয়েছে বৃষ্টির।
সুপার ৮-এ গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। এ বার সামনে ইংল্যান্ড। ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন রোহিত শর্মারা। ভারতীয় সময় রাত ৮টায় গায়ানায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পূর্বাভাস রয়েছে বৃষ্টির। এই ম্যাচ হবে কি না তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, খেলা চলাকালীন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিন ধরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর বৃষ্টি থাকায় বুধবার সকালে অনুশীলন করতে পারেনি ভারত। বিকেলেও ইংল্যান্ডের অনুশীলন বিঘ্নিত হয়েছে বৃষ্টির কারণে। গায়ানার যা পরিস্থিতি তাতে অনুশীলন করা একপ্রকার অসম্ভব ছিল। গায়ানার কিছু ছবি সমাজমাধ্যমে দেখা গিয়েছে, রাস্তাঘাটেও জল জমেছে।