
স্পোর্টস ডেস্ক :পয়মন্তী বৈশ্য এই মুহূর্তে টেবিল টেনিসে উজ্জ্বল নক্ষত্র। গত ১৬ থেকে ২২ ডিসেম্বর, হরিয়ানার পঞ্চকুলায় অনুষ্ঠিত ৮৫তম UTT সিনিয়র ন্যাশনাল এবং ইন্টার স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগে তার প্রথম একক জাতীয় খেতাব অর্জন করেছেন। হিন্দমোটর, বিবেকান ক্লাব থেকে উঠে এসেছেন। এরপর দীর্ঘ কঠিন লড়াই। বাড়ির প্রতিকূলতা সত্ত্বেও নিজেকে তৈরী করে চলেছেন। বর্তমানে তিনি কলকাতা মেট্রোয় কর্মরত। এখানেই থেমে না থেকে প্যারিস অলিম্পিককে পাখির চোখ করছেন।