
ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রহমানকে দ্রুত ভারতে প্রত্যর্পণের তোড়জোড় শুরু করেছে নয়াদিল্লি। এই উদ্যোগের অংশ হিসেবে শীঘ্রই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ –এর একটি প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে বলে সূত্রের খবর। জানুয়ারির শেষের দিকে ওই প্রতিনিধিদল যেতে পারে বলে জানা গিয়েছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে তাহাউরের প্রত্যর্পণের উপর সিলমোহর দিয়েছে। তাকে দেশে ফেরাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। অবশেষে মার্কিন আদালতের সম্মতির পর তাকে ফেরানোর তৎপরতা বাড়িয়েছে ভারত। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধিদলে থাকবেন এনআইএ-এর ইনস্পেক্টর জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদমর্যাদার আধিকারিকেরা।
উল্লেখ্য, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলে বন্দি তাহাউর রানা। ২৬/১১ মুম্বই হামলার তদন্তে ভারতীয় গোয়েন্দারা তাহাউরের যোগসূত্র পেয়েছেন। তার পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত তাহাউরকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। তাহাউর কানাডার ব্যবসায়ী। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছিলেন তাহাউর রানা। এর আগে ফেডারাল কোর্টে আইনি লড়াইয়ে পরাস্ত হয়েছিলেন তাহাউর। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ২১ জানুয়ারি তার সেই আবেদন খারিজ করে দেয় কোর্ট।