
ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
দীর্ঘদিন ধরে তাহাউরকে ভারতে আনার বিষয়ে চেষ্টা চালচ্ছে ভারত সরকার। মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে তাকে প্রত্যর্পণ করার খবর ভারতের জন্য বড় জয় বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার মোদীর সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত, এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি।’
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। সেই হামলার অন্যতম চক্রী তাহাউর। পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাহাউরের সম্পর্ক রয়েছে। পেশায় ব্যবসায়ী তাহাউর রানা পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছে সে। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দেয়। এবার ট্রাম্প প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে।