
নিজস্ব প্রতিনিধিঃ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান একাংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। কম্পনের পরই জাপানের ও ফিলিপিন্সের সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পনের উৎসস্থল ছিল তাইওয়ানের দক্ষিণে হুয়ালিয়েন সিটি থেকে ১৮ কিলোমিটার দূরে ভূগর্ভ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। তীব্র কম্পনের জেরে একদিকে হেলে পড়েছে একাধিক বহুতল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতি হয়েছে।