
ওঙ্কার বাংলা ডেস্ক: তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি! মঙ্গলবার একটি ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিশ্বের সপ্তম আশ্চর্য সৌধ ধ্বংসের হুমকি পেয়ে নড়েচড়ে বসে উত্তর প্রদেশ প্রশাসন। যদিও পরে বিষয়টি নিয়ে এক পুলিশ কর্তা জানান মেইলটি ভুয়ো ছিল।
এদিন হুমকি মেল পাওয়ার পরে তাজমহলের নিরাপত্তা বাড়ানো হয়। বম্ব স্কোয়াড, কুকুর স্কোয়াড নিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি বলে জানানো হয়।
তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সাইদ আরিব আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তরপ্রদেশের পর্যটন দফতরে একটি ইমেল এসেছিল। ইমেল অনুযায়ী আমরা কিছুই পাইনি। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং অন্যান্য দল নিরাপত্তার জন্য তাজমহলে পৌঁছেছে।’
অন্যদিকে উত্তরপ্রদেশ ট্যুরিজমের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা বলেন, বোমার হুমকি পাওয়ার পর সেটি দ্রুত আগ্রা পুলিশ এবং এএসআইকে জানানো হয় ব্যবস্থা নেওয়ার জন্য।