
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ বাংলায় একটা প্রবাদ আছে, “ভুতের মুখে রাম নাম”। সেই প্রবাদ বাক্য এবার ফলছে, বাংলা থেকে বহু দূরে সুদূর আফগানিস্তানে। যেখানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞার জারি করেছিল তালিবানেরা। এবার নারী শিক্ষার প্রসারে জোর দিচ্ছে তালিবানেরা।
আফগানিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে খবর স্নাতক সমাবর্তনের একটি অনুষ্ঠানে গিয়ে নারী শিক্ষার গুরুত্বের বিষয় মন্তব্য করেন তালিবান সরকারের উপ-বিদেশ মন্ত্রী আব্বাস স্তানিকজাই। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণির পর থেকে মহিলা স্কুল শুরু করা প্রয়োজন। শিক্ষা ছাড়া সমাজ কোন ভাবে এগিয়ে যেতে পারে না। তিনি আরও বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে তালিবানদের ওপর থেকে। শিক্ষাই মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
উপ-বিদেশ মন্ত্রী বলেছেন, ‘‘শিক্ষা প্রত্যেকের অধিকার। এটা স্বাভাবিক অধিকার। কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না? যদি কেউ এই অধিকার লঙ্ঘন করে, এটা আফগানদের এবং এখানকার জনগণের বিরুদ্ধে নিপীড়ন। সকলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার চেষ্টা করুন। আজ প্রতিবেশী ও বিশ্বের সাথে আমাদের একমাত্র সমস্যা শিক্ষার ইস্যুতে। ’’
প্রসঙ্গত, তালিবানরা ক্ষমতা দখল নেওয়ার পর তালিবান প্রশাসন মহিলাদের শিক্ষায় একের পর এক বিধিনিষেধ চালু করে। আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর থেকে মহিলাদের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চললেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে আফগানিস্তানের নারীদের শিক্ষার অধিকার নিয়ে বহু আলোচনা হয়েছে।