
স্পোর্টস ডেস্ক :তামিম ইকবালকে নিয়ে বাংলাদেস ক্রিকেটে এখনও যেন জল্পনার অন্ত নেই। অবসর ভেঙে ফিরে এলেও তিনি কবে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন তা নিয়ে এখন পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আপাতত দেড় মাসের ছুটিতে রয়েছেন তামিম ইকবাল। শোনাযাচ্ছে তাঁর পিঠে একটা চোটের সমস্যা রয়েছে। সেজন্য নাকি কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন এই তারকা ক্রিকেটার। সেক্ষেত্রে কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তবে তামিম ইকবালকে নিয়ে এখনও পর্যন্ত আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি ফিরে এলে যে এই তারকা ক্রিকেটারের কাঁদেই তাকবে নেতৃত্বের দায়িত্ব তা বলতে কোনও দ্বিধা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির।
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকতে অবসরের কথা ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। আর তাতেই কার্যত বাংলাদেশ ক্রিকেটে হৈচৈ পড়ে গিয়েছিল। বিশ্বকাপের বছরে তাদের দলের সেরা ক্রিকেটারের অনুপস্থিতি যে তাদের চিন্তায় ফেলার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও ২৯ ঘন্টার মধ্যে সেই সমস্যার সমাধানও হয়েছিল।দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই শেষপর্যন্ত নিজের অবসর ভেঙে উফের বাংলাদেশের ক্রিকেটে ফেরার বার্তা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে নেতৃত্বে তিনি থাকবেন কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। কারণ ছুটি শেষে বোর্ডের সঙ্গে নেতৃত্ব নিয়ে কথা বলবেন বলে জানিয়েছিলেন তিনি। আপাতত দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন তামিম। সেখান থেকেই যাবেন লন্ডনে তাঁর পিঠের সমস্যার জন্য চিকিত্সকের থেকে পরামর্শ নিতে। আর সেটা নিয়েই খানিকটা চিন্তায় সকলে। সেই চোট যদি গুরুতর হয় এবং অস্ত্রোপচার করাতে হয় তবে বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপ ও এসিয়া কাপে খেলা তাঁর পক্ষে কার্যত অসম্ভব। সেক্ষেত্রে নেতৃত্ব নিয়ে একটা চিন্তা কিন্তু রয়েই যাচ্ছে।
তার পিঠের সমস্যার সেই সমাধানের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির মতে তামিম ইকবাল যদি ফিরে আসেন তবে নেতৃত্বের ব্যটন তাঁর হাতেই থাকবে। কিন্তু তেমনটা না হলে অন্য কারোর হাতেই উঠতে পারে নেতৃত্বের ভার। বিসিবি সভাপতি জানিয়েছেন, “আমাদের বিশ্বকাপের অধিনায়ক তামিম ইকবাল। তামিম যে দুটো ম্যাচ খেলেননি সেই দুটো ম্যাচে অধিনায়ক ছিলেন লিটন দাস। এখন যদি তামিম ইকবাল ফিরে আসেন তবে তিনিই হবেন অধিনায়ক। না ফিরলে অন্য কাওকে ভাবে যাবে। আমরা কেউ নিশ্চিত নই যে তামিম কোন ম্যাচটা খেলতে পারবে বা কখন থেকে খেলতে পারবেন। এটা না জেনে মন্তব্য করা কঠিন। তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন সেটাই চাই”।
তামিম ইকবালের অনুপস্থিতি বাংলাদেশে আফগানিস্তানের বিরুদ্ধে নেতৃত্বের দায়িত্বে ছিলেন লিটন দাস। যদিও তামিম ইকবাল অবসর ভাঙায় সকলেই এখন তাঁকে নিয়ে আশাবাদী।