
স্পোর্টস ডেস্ক :কোমড়ের সমস্যার জন্য এশিয়া কাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে বাংলাদেশের ওডিাই দলের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। সেই থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। সামনেই রয়েছে এশিয়া কাপ।সেখানেই ব বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন কে। শোনাযাচ্ছে সবকিছু ঠিকটাক চললে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব উঠতে পারে সাকিব অল হাসানের কাঁধেই। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেওবাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কথায় ইঙ্গিত কিন্তু তেমনই। অগস্টের শেষেই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ।
আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদশের সিরিজ চলাকতালীনই হঠাত্ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেচিলেন তামিম ইকবাল. এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগেল যে তামিমের এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট দলকে বেস চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। যিদও শেষ মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বদলেছিলেন তামিম ইকবাল। নিজের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন তিনি। যিদও সেই সময় অধিনায়কের দায়িত্বে তিনি থাকবেন কিনা তা নিয়ে একটা সংশয় প্রকাশ করেছিলেন তামিম ইকবাল।এরপরই কয়েকদিনের বিরতি নিয়েছিলেন বাংলাদশের এই কতারকা ক্রিকেটার ক্রিকেটার। সেই সময় লন্ডনে চিকিত্সা করতে যাওয়ারও কথা ছিল তামিম ইকবালের। তাঁর কোমড়ে চোট রয়েছে এবং দুদিন আগে সেই কোমড়ের চোটের জন্যই এশিয়া কাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে বাংলাদেশ ওডিআই দলের অধিনায়কের পদ থেকেও সরে দাঁডিয়েছেন তিনি। সেই থেকেই সুরু হয়েছিল নতুন জল্পনা। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের অধিনায়ক হবেন কে। লিটন দাসের এই মুহূর্তে বাংলাদেশের ওডিআই দলের সহ অধিনায়ক. তাঁর নাম নিয়ে জল্পনা চললেও শেষপর্যন্ত তামিম ইকবালই এগিয়ে রয়েছেন এই দায়িত্ব নেওয়ার দৌড়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, “এখনও পর্যন্ত অবশ্য নেতৃত্বের বিষয় নিয়ে আমরা সেভাবে আলোচনা করিনি। একটাছোট বিরতি নিতে হবে আমাদের এবং এই বিষয়ে যতেষ্ট ভালভাবে আলোচনা করতে হবে। এর আগে অবশ্য আমি বলেছিলাম যে এটা যদি একটা সিরিজ হত সেখানে আমরা লিটন দাসকেই ভাবতাম আমরা। কিন্তু এবার মাদের দীর্ঘমেয়াদী ভাবনা ভাবতে হবে। সকিব অবশ্যই সরাসরি একটা প্রথম প্রথম পছন্দ সকলের। কিন্তু তার আগে মাদের তাঁর আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় সাকিব অল হাসানই সবচেয়ে সহজ পছন্দ এখানে”।
এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দল ও টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন সাকিব অল হাসান। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি বড় মঞ্চে খেলার বহু অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।