
অঞ্জন চট্টোপাধ্যায়, বরানগর : লোকসভা কেন্দ্রগুলির পাশাপাশি আজ নজরে বরানগর উপনির্বাচনও. হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে লড়াই ত্রিমুখী. বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বাম প্রার্থী. বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডে ভোট পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি. বচসা গড়ায় হাতাহাতিতেও.