
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : ভোটের দিন দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়. সকালে কাশীপুরে ৫৭ নম্বর বুথে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী. তাপস রায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়. অন্যদিকে, লেবুতলা পার্কে একটি বুথে ঢুকতে তাপস রায়কে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে. গো ব্যাক স্লোগানও শুনতে হয় তাপসকে।