
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ভারতের পণ্যে বাড়তি ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশের উপর শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যদি কোনও দেশ সমঝোতার পথে আসতে চায় সেক্ষেত্রে রাজি হোয়াইট হাউস। এবার মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হল, ভারত-সহ মোট তিনটি দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ মাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের সঙ্গে শুল্ক সমঝোতার বিষয়ে কথা বলার পাশাপাশি ইজরায়েল এবং ভিয়েতনামের সঙ্গেও সমঝোতার আলোচনা চলছে। ইতিমধ্যে ভিয়েতনামের সঙ্গে সমঝোতার বিষয়ে কথা অনেকটা এগিয়ে গিয়েছে বলে দাবি ট্রাম্পের। সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি টু ল্যামের সঙ্গে এইমাত্র খুব ইতিবাচক একটা আলোচনা হল। তিনি আমাকে বলেছেন, যদি আমেরিকার সঙ্গে সমঝোতা হয়, ওঁরা মার্কিন পণ্যে শুল্কের পরিমাণ একেবারে শূন্য করে দিতে প্রস্তুত। আমাদের দেশের তরফে ওঁকে আমি ধন্যবাদ জানিয়েছি। বলেছি, খুব শীঘ্রই আমাদের দেখা হবে।’
তবে মার্কিন ‘শুল্ক যুদ্ধের’ সামনে ভিয়েতনাম আত্মসমর্পণ করলেও পাল্টা শুল্ক চাপানোর পথে হেঁটেছে চিন ও কানাডা। চিনের পণ্যে ট্রাম্প ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। বৃহস্পতিবার বেজিং এর তরফে ঘোষণা করা হয়, মার্কিন পণ্যেও বাড়তি আরও ৩৪ শতাংশ শুল্ক চাপানোর কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির উপর শুল্ক ঘোষণা করেছে কানাডাও। উল্লেখ্য, ইজরায়েলের পণ্যে ১৭ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৪৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এখন ভারতের সঙ্গে ট্রাম্পের সমঝোতা হয় কি না, সেটাই দেখার।