
স্পোর্টস ডেস্ক : প্রয়াত সাহারা কর্ণধার সুব্রত রায় । ৭৫ বছর বয়সে সাহারার সববিতর্ক তদন্ত দূরে সরে পরোলোকের পথে তিনি। যে ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে, এক সময় সেই টিম ইন্ডিয়ার চালিকাশক্তি ছিলেন সুব্রত রায়। শোনা যায়, ক্রিকেটারদের বিভিন্ন পছন্দের কথা শোনামাত্রই স্বপ্নপূরণ করতেন সাহারাশ্রী। ভারতীয় ক্রিকেট যখন রীতিমতো ধুঁকছে, ঠিক সেই সময় মহারাজকীয় ভঙ্গিতে মহারাজ সৌরভের দলের হাল ধরে সাহারা।
এই সুব্রত রায়ের স্পনসরশিপের সময়কালেই তো সেই মাহেন্দ্রক্ষণ। মাহির হাত ধরে ২০১১-তে ভারতের বিশ্বজয়। ১১ বছরের সময়কালে কত-শতই না সাফল্য। ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে জাতীয় হকি দল – একসময় বলা হত, সবুজ মাঠ যেখানে, সাহারা ঠিক সেখানে।
এক দশকেরও বেশি সময় ভারতীয় ক্রিকেটর প্রাণভ্রোমরা হয়ে দাঁড়িয়েছিলেন । আবার গত প্রায় এক দশক টিম ইন্ডিয়ার থেকে লক্ষ যোজন দূরে সরে যান সুব্রত রায়। আবার ২০১২ সালে আইপিএল দল পুনে ওয়ারিয়স কেনেন। সেই সময়ে বিতর্কও হয়।শোনা যায়, সুব্রত রায়ের অঙ্গুলিহেলনেই সৌরভকে নাকি পুনে দল থেকে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছিল। সেইসময় সুব্রত রায় বিবৃতি দিয়েছিলেন যে দলের তরুণ ক্রিকেটারদের এগিয়ে দেওয়ার জন্য সৌরভই নাকি মরশুমের শেষ তিনটে ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসতে চেয়েছিলেন। প্রসঙ্গত, ওই মরশুমে পুনে ১৩টি ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই হেরে যায়। এরপর সৌরভ বিবৃতি দেন, ‘আমি এই দলের অধিনায়ক হতে চাইনি। ওরাই জোর করে আমাকে এই পদে বসিয়েছিল। তবে এবার আমি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে।’