
স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে লড়াই করে জিতে এশিয়া কাপের ফাইনালে ভারত। প্রথমে ব্যাট করে লঙ্কার স্পিন ছোবলে মাত্র ২১৩ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। তবে ভারতীয় বোলাররা ম্যাজিক দেখিয়ে শ্রীলঙ্কাকে ১৭২ রানে শেষ করে ফাইনালে ভারত। আর ম্যাচের শেষে স্বাভাবিকভাবে উচ্ছসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন,দারুণ একটা ম্যাচ হল। এরকম চাপের একটা ম্যাচ জেতা আমাদের কাছে ভালো দিক। সব দিক থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছি। এরকম পিচে আরও ম্যাচ খেলতে চাই। নিজেদের পরীক্ষা করতে চাই।’ হার্দিক পান্ডিয়ার বোলিংয়েরর আলাদাভাবে প্রশংসা করলেন রোহিত।প্রেমদাসা স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই ছিল স্পিনের দাপট। ভারতীয় দলের তারকা ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিল শ্রীালঙ্কার স্পিন লাইনআপ। জবাবে ভারতীয় দলের স্পিন অ্যাটাকও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা মিলিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন। যদিও মাঝপথে ধনঞ্জয় ডি সিলভা এবং দুনিথ ওয়েল্লালাগে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও ভারতের বিরুদ্ধে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সেই জুটি ভাঘার কাজটা করেছিলেন রবীন্দ্র জাদেজা।