
ওঙ্কার ডেস্ক: ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা গেল না তেলেঙ্গানার শ্রীশৈলম বাঁধের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। সুড়ঙ্গের মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন উদ্ধারকারীরা।
ইতিমধ্যে এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে নজরদারি চালানো হচ্ছে। শুধু তাই নয় ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। উদ্ধারকারীদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর আটকে থাকা শ্রমিক ও আধিকারিকদের উদ্ধারের জন্য আনা হয়েছে র্যা ট হোল মাইনার্সদের দল। র্যা ট হোল মাইনার্সরা সুড়ঙ্গের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। তবে বর্তমানে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল তাঁদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ে। শ্রীশৈলম জলাধারের পিছনের দিকে ওই সুড়ঙ্গ ভেঙে পড়ায় তার ভিতরে আটকে পড়েন ৮ জন। সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের মধ্যে চার জন শ্রমিক রয়েছেন। আর চার জন নির্মাণ সংস্থার আধিকারিক। যে সুড়ঙ্গে বিপর্যয় হয়েছে, সেটির মোট দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, সুড়ঙ্গটির ১৪ কিলোমিটার দৈর্ঘ্যসীমার কাছে একদিকের দেওয়ালের ছাদ ভেঙে পড়ে। তিন মিটার জায়গা জুড়ে ছাদ ভেঙে পড়ার সময় ওই অংশে কাজ করছিলেন শ্রমিকরা। দুর্ঘটনার পর অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসতে সক্ষম হলেও ভিতরে আটকে পড়েন আট জন।
ভিডিও দেখুন-