
ওঙ্কার ডেস্ক:তেলেঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তাবাহিনীর মাওবাদী দমনকারী শাখা ‘গ্রে-হাউন্ড’ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন শীর্ষ মাও নেতা বদ্রু ওরফে পাপান্না সহ আরো ৬ মাওবাদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে বদ্রু ছাড়াও রয়েছে এগোলাপু মাল্লাইয়া, মুস্সাকি দেবল, মুস্সাকি যমুনা, জয় সিংহ, কিশোর এবং কামেশ। বদ্রু ওরফে পাপান্না ছিল সিপিআই (মাওবাদী) দলের তেলঙ্গানা রাজ্য কমিটির সদস্য এবং ইয়াল্লান্দু-নারসামপেট এলাকা কমিটির কমান্ডার। গত বৃহস্পতিবার মুলুগু জেলার দুজনকে হত্যার অভিযোগ উঠেছিল মাওবাদীদের বিরুদ্ধে, যাদের মধ্যে একজন ছিল পেরুরু গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাওবাদীদের তরফে জানানো হয়েছে এই দুজন পুলিশের খবরি হিসেবে কাজ করত। এই ঘটনার প্রতিবাদেই মিছিল করেন এলাকার জনজাতির মানুষেরা, তারপরই সক্রিয় হয়ে ওঠে তেলেঙ্গানা ও ছত্তিসগড় পুলিশের যৌথবাহিনী এবং তেলেঙ্গানা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী ‘গ্রে-হাউন্ড’ বাহিনী। রবিবার সকাল ৫ টা থেকে তল্লাশি অভিযান চালায় পুলিশ বাহিনী এবং পুলিশকে দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা জবাবে পুলিশ গুলি চালালে নিহত হয় সাত মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭, জি৩, ইনসাস রাইফেল। প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে পুরোপুরি নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার এবং কিছুদিন আগেই এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব’’। এ যে নিছকই মুখের কথা নয় তা কার্যত স্পষ্টই সাম্প্রতিক পরিসংখ্যান দ্বারা।