
ওঙ্কার ডেস্ক: বালুচিস্তানে পাকিস্তানী সেনা ও জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল ৫০ জনের। এর মধ্যে রয়েছে ২২ জন পাক সেনা ও ২৩ জন জঙ্গি। পাক সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সফরের মধ্যেই বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বড় ধরণের এই সংঘর্ষের খবর মিলেছে।
পাকিস্তানের সেনার তরফে জানানো হয়েছে, বালুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছিল। শনিবার বালুচিস্তানের কালাটে মূল রাস্তা বন্ধ করে দিয়েছিল জঙ্গিরা। খবর পেয়ে সেখানে সেনা অভিযানে নামে পাকিস্তান। তখনই দু পক্ষের মধ্যে শুরু হয় প্রবল গুলির লড়াই।
পাকিস্তান সেনা বাহিনীর উপর এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। বিএলএ মুখপাত্র আজাদ বালোচ দাবি করেছেন, কালাটে হামলা অন্যতম সাফল্য তাঁদের। পাকিস্তানের সেনা চৌকিগুলিতে আরও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আজাদ দাবি করেছেন, কালাটে পাক সেনার উপর হামলা চালিয়েছে তাঁদের ১০০ সদস্য। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি এই সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগ্য জবাব দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।