
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ বিএড পাশ চাকরিপ্রার্থীদের জন্য বড় ধাক্কা। শীর্ষ আদালতে খারিজ হল আবেদন। ফলে কোন অবস্থাতেই প্রাথমিক শিক্ষকের চাকরির সুযোগ পাবেন না তাঁরা। শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল আগের রায়ের কোনও অংশেরই বদল করা হচ্ছে না। এরফলে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরির আর সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা। প্রসঙ্গত এর আগে ২০২২ সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকে চাকরির আবেদন করতে পারবেন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যান ডিএলএড উত্তীর্ণরা। বিএড উত্তীর্ণরা যাঁরা ইতিমধ্যেই প্রাথমিকে চাকরি পেয়েছিলেন তাঁরাও তাঁদের নাম প্যানেলে রাখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ্য হন। কিন্তু ২০২৩ সালের ১১ অগাস্টের রায়ে সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপর ডিভিশন বেঞ্চে যান বিএড উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কিন্তু এদিন সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ প্রাথমিকে শিক্ষকতার জন্য ডিএলএডরাই সুযোগ পাবেন। এরফলে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা নন, প্রাথমিকের চাকরির পরীক্ষায় শুধুমাত্র ডিএলএডরাই অংশ নিতে পারবেন।