
প্রতিতী ঘোষ, উত্তর চব্বিশ পরগণা : রবিবার কলকাতার লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে ঢুকে মৃত্যু হয় তিন যুবকের। তাদের মধ্যেই একজন হলেন সুমন সরদার। সুত্র মারফত জানা গিয়েছে, মৃত সুমন সরদারের বাড়ি উত্তর চব্বিশ পরগনার ন্যাজাট থানা এলাকায়। মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।
মৃত সুমন সরদারের পরিবারে রয়েছে মা,বাবা, স্ত্রী ও চার সন্তান প্রত্যেকেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু পরিবার ও এলাকাবাসীর তরফ থেকে টাকা নয় সরকারি চাকরির দাবি করা হয়েছে।