
ওঙ্কার ডেস্ক: ‘কুকুর প্রভুভক্ত প্রাণী’ ছোট থেকেই স্কুলপাঠ্যে পড়ানো হয়। বাস্তবে নিজের জীবন দিয়ে সেই কথারই সত্যতা প্রমাণ করে গেলে এক সারমেয়। বাঘের সামনে ঝাঁপিয়ে পড়ে মালিককে বাঁচিয়ে নিজের জীবন দিল প্রাণীটি। ঘটনাটি মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের কাছে ভারহুত গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারহুত গ্রামের বাসিন্দা শিবম বারগাইয়া। তিনি পুষেছিলেন একটি জার্মান শেফার্ড কুকুর। গ্রামের সকলেই জানতেন সে কথা। প্রায় সময় পোষ্যকে নিয়ে বাইরে হাঁটতে বেরোতেন শিবম। তেমনই দিন দুয়েক আগে কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরোন তিনি। আর তখনই ঘটে দুর্ঘটনা। আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। আর তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ বাঘের দিকে তেড়ে যায় কুকুরটি। পোষ্যটিকে বাগে পেয়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় বাঘ। একসময় টানতে টানতে সেটিকে কিছুটা দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে জঙ্গলে চলে যায় বাঘ।
বিষয়টি নিয়ে শিবম বলেন, ‘আচমকাই গ্রামের ধারের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। ক্রমেই বাঘটি এগিয়ে আসতে থাকে আমার দিকে। ভয়ে তখন পাথর দাঁড়িয়ে পড়েছিলাম আমি। কিন্তু আমার কুকুরটি ভয় পায়নি। সে বাঘটিকে আক্রমণ করতে যায়। এর ফলে প্রথমে কিছুটা চমকে যায় বাঘটি। তবে কয়েক মুহূর্ত পরে ওই বাঘটি আমাকে ছেড়ে আমার কুকুরের দিকে মনোযোগ দেয়। তার গলায় কামড় বসায়।’