
স্পোর্টস ডেস্ক : তিলক ভার্মা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুটা অসাধারণভাবে করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে তিনি এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। ২০ বছর বয়সী এই ব্যাটার তিন ম্যাচে ৬৯.৫০ গড় এবং ১৩৯ স্ট্রাইক রেটে ১৩৯ রান করেছেন। তার খেলা দেখে মুগ্ধ হয়ে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নির্বাচকদের উদ্দেশ্যে তাকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য বিবেচনা করার কথা বলেছেন।
সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তরুণদের পারফরম্যান্স নিয়ে তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। তিলক ভার্মার ব্যাটিং দেখে তিনিও মুগ্ধ হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে অভিষেক করেছিলেন তিলক ভার্মা। সেই মরসুমে তিনি ৩৯৭ রান করেছিলেন যা ছিল তার দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।এদিন রোহিত জানান,খুব প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে। আমি তাকে দুই বছর ধরে দেখেছি, তার মধ্যে রান করার খিদে রয়েছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে আমি যথেষ্ট পরিপক্কতা দেখতে পাচ্ছি। সে তার ব্যাটিংয়ের ব্যাপারে খুব ভালোভাবে জানে। আমি যখন তার সাথে কথা বলি তখন আমি বুঝতে পারি যে ছেলেটি তার ব্যাটিং শৈলীকে বোঝে – তাকে কোথায় শট খেলতে হবে, কোন সময় তাকে কি করতে হবে। বিশ্বকাপপে খেলবে কিনা জানি না। কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতি আছে ওর।’