
ওঙ্কার ডেস্ক: টিকিট বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে তিরুপতি মন্দিরে। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। এই ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। সমবেদনা জানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও।
কীভাবে ঘটল এমন মর্মান্তিক দুর্ঘটনা?
বৈকুণ্ঠ একাদশীর সময় তিরুপতি মন্দিরে বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ দেওয়া হয় পুণ্যার্থীদের। সেই বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয় তিরুপতি মন্দিরে। টিকিট সংগ্রহের জন্য বুধবার সকাল থেকে ভিড় জমান অনেকেই। স্থানীয়দের দাবি, অন্তত ৪ হাজার মানুষ টিকিট নেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির সময় শুরু হয় গণ্ডগোল। টোকেন নেওয়ার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আর তাতেই পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়। পদপিষ্টের জেরে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ভিডিও দেখুন-