
অর্নব ঘোষ, ওঙ্কার বাংলা: খবরের শিরোনামে আবারও তিরুপতি মন্দির। প্রসাদি লাড্ডুতে গরুর চর্বি মাছের তেল পাওয়ার পর এবার গুটকা পাওয়ার অভিযোগ করলো এক ভক্ত। প্রসাদের প্যাকেট খুলতেই চোখে পড়ে, প্রসাদের সাথে মিশে রয়েছে গুটকাজাত দ্রব্যটি। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ফের বিতর্কে নাম জড়িয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের
সূত্রের খবর গত ১৯ সেপ্টেম্বর এক ভক্ত পুজো দিতে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন। বাড়িতে ফিরে প্রসাদের প্যাকেট যখন খোলা হয় সেই সময় আসল ঘটনাটি নজরে আসে। প্যাকেট খুলতেই চক্ষুচড়ক গাছ। প্রসাদের সঙ্গে একইভাবে রয়েছে গুটকার প্যাকেট। প্রথমে গরু চর্বি মাছের তেল পরবর্তীতে গুটকা! বারবার কেনো এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে? বিষয়টি নিয়ে ভক্তবৃন্দ তথা সাধারণ মানুষদের মনে প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের উপর ক্ষোভ জমেছে। ভক্তদের মতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে বারবার, হিন্দু ধর্মের নিয়ম কানুন লঙ্ঘন করা হচ্ছে।
উল্লেখ্য, তিরুপতি মন্দিরের পাশাপাশি মথুরা বৃন্দাবনের মন্দিরে প্রসাদের ভেজাল নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির সংসদ ডিম্পল যাদব। অভিযোগ মন্দিরের প্রসাদে ভেজাল মিশিয়ে ভক্তদের দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকার কে দায়ী করেছেন ডিম্পল। ইতিমধ্যেই উত্তর প্রদেশের বিভিন্ন মন্দিরের প্রসাদের গুণমান যাচাই এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে নমুনা।