
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ আইনজীবীদের মধ্যে বচসার জেরে বুধবার ভরদুপুরে গুলি চলল দিল্লির তিস হাজারি কোর্ট চত্বরে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আদালত চত্বরে গুলি চলায় আতঙ্কিত বিচারক থেকে বিচারপ্রার্থী সাধারন মানুষ। দিল্লির সবজি মাণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মানান। সাংবাদিকদের সামনে তিনি বলেন কোনও আইনজীবীই আদালত চত্বরে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না। এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত প্রত্যক্ষদর্শী সূত্রে খবর বুধবার দুপুর দেড়টা নাগাদ দু’দল আইনজীবীর মধ্যে প্রথমে বচসা বাধে। তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরাই। তখনই কালো কোট পরা এক ব্যক্তি রিভলবার বের করে শূন্যে গুলি ছোড়েন। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই গুলি চালনার দৃশ্য। যদিও ওঙ্কার বাংলা সেই ভিডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি। ঘটনায় কেউ হতাহত না হলেও গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে আদালত চত্বরে। পুলিশ সূত্রের খবর গাড়ি পার্কিং নিয়েই দুই আইনজীবীর মধ্যে বচসা বাধে, ক্রমশ তাতে জড়িয়ে পড়েন অন্যান্য আইনজীবী ও আদালত কর্মীরাও। দিল্লি পুলিশের মুখপাত্র জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।