
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূত হয়ে ‘পার্লামেন্ট ২০’সম্মেলনে অংশ নিতে আগামী ১০ অক্টোবর দিল্লি আসতে চলেছেন বাংলাদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ হাইকমিশনের সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং জরুরি বৈঠক করতে আগ্রহী শিরীন। বাংলাদেশের হাইকমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ‘পার্লামেন্ট ২০’ বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইতিমধ্যেই আলাদা করে সময় চেয়েছেন তিনি। তিনি তিস্তা নদীর জল বন্টন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে চান বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্বে ভারতের প্রধানমন্ত্রীর কাছে অন্যান্য দ্বিপাক্ষিক বকেয়া প্রকল্প ও পরিকল্পনার পাশাপাশি তিস্তা চুক্তি নিয়েও কথা বলতে চান শিরীন চৌধুরী। সাউথ ব্লকে প্রধানমন্ত্রী দফতরে সেই মর্মে পাঠানো হয় বিশেষ বার্তা।
আগামী ১২-১৪ অক্টোবর নয়াদিল্লির যশভূমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে তিনদিনের পি-২০ শিখর সম্মেলন। জি২০’র সদস্য মিত্ররাষ্ট্রগুলির সংসদীয় অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত হতে চলা সংশ্লিষ্ট ‘পার্লামেন্ট ২০’কনক্লেভে বিশেষ অতিথি রূপে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশ।