
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। এবার ‘শহিদ দিবস’ পালনের পাশাপাশি ‘বিজয় দিবস’ ও পালন করবে তৃণমূল। সূত্রে জানা গেছে, রবিবারের মঞ্চে উপস্থিতি থাকবেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান নেতা অখিলেশ যাদব।
সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কিরণময় নন্দ জানিয়েছেন, অখিলেশ যাদব আগামীকাল শহিদের মঞ্চে থাকবেন। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন অখিলেশ। সেখান থেকে তিনি পৌঁছবেন ধর্মতলার মঞ্চে। এমনকি মমতার সভায় বক্তৃতা রাখবেন অখিলেশ। সভা শেষে রবিবারই ফিরবেন দিল্লিতে।