
নিজস্ব প্রিতিনিধিঃ লোকসভা ভোট ঘোষণার আগে আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। এই ব্রিগেড থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেয় সেই দিকে তাকিয়ে রয়েছেন সকালে। আর এই সুপার সানডেতে জনগর্জন সভায় যোগ দিতে সকাল থেকে সব মিছিল ব্রিগেড মুখী। শিয়ালদা স্টেশনের বাইরে কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা ৫৭ নম্বর ওয়াডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার নেতৃত্বে ক্যাম্প করা হয়েছে তৃনমূলের পক্ষ থেকে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং নদীয়া ও উত্তর ২৪ পরগনা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা সভায় যোগ দেওয়ার আগে এই ক্যাম্প ঘুরে যাচ্ছেন। শিয়ালদার এই ক্যাম্পে দলীয় কর্মী সমর্থকদের জন্য খিচুরি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে বাংলার রাজনীতির শিরোনাম উঠে এসেছে সন্দেশখালি। এই সন্দেশখালি থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একধিক অভিযোগ তুলে পথে নেমেছিল সন্দেশখালি এলাকার মানুষ। এবার ব্রিগেডে যোগ দিতেই সন্দেশখালি থেকে আসছেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। নদী পেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মীরা। রয়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো।
তৃণমূলের ‘জনগর্জন’ সভায় যোগ দিতে সকাল থেকেই ট্রেনপথে বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনের বাইরে দলের তরফ থেকে ক্যাম্প খোলা হয়েছে। অভ্যর্থনা মঞ্চ থেকে মাইকিং করে তাদের কলকাতায় পাঠানো হচ্ছে। ফেরি ঘাট থেকে লঞ্চে করেও অনেক কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
২০২৪ এ লোকসভা নির্বাচনের জনগর্জন সভা ডাক দিয়েছে তৃনমূল। তাই সাগর ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে ভেসলে করে জন গর্জন সভার উদ্দেশ্যে রওনা দেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি বলেন জনগণি শেষ কথা তাই আমাদের এই সভার নাম জন গর্জন সভা ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।