
নিজেস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস। ইতিমধ্যেই একাধিক শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ফেলেছে টিম রাহুল। তবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সরাসরি জোট নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি। তৃণমূলের একাটি সূত্রের দাবি, বাংলায় দুইয়ের বেশি আসনে লড়ার ক্ষমতা নেই কংগ্রেসের।
মালদার একটি আসন এবং বহরমপুর আসনটি ছাড়তে রাজি ঘাস ফুল শিবির। তবে তৃণমূলের আর একটি সূত্রের দাবি, সোনিয়া গান্ধী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তাহলে বাড়তি একটি আসন সৌজন্যের খাতিরে ছেড়ে দেওয়া হতে পারে। তবে শর্ত, ওই বাড়তি আসনের জন্য মেঘালয় এবং অসমে তৃণমূলকে আসন ছাড়তে হবে।