
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
বিজেপি পঞ্চায়েত এলাকায় তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। লক্ষী পূজোর রাতে ওই মহিলাকে নগ্ন করে মারধরের পর লুঠপাট ও চালানোর অভিযোগ উঠেছে । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুর কলোনী এলাকায়। জানা গেছে ঘটনার সময় বাড়িতে সীমা মন্ডল লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন,সেই সময় তার স্বামী বিনয় কৃষ্ণ মন্ডল বাড়িতে ছিলেন না। অভিযোগ, ওই সময় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী ঘরে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। এই এলাকায় থাকতে হলে বিজেপি দল করতে হবে বলে সীমা মন্ডলকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এলে,দুষ্কৃতীরা পালিয়ে যায় ।এরপর আহত ওই মহিলাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিচার চেয়ে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। এই ঘটনার পর ওই
রাতেই এই নারকীয় কাণ্ডের বিচার চেয়ে স্থানীয় মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।