
সুকান্ত চট্টোপাধ্যায়,অশোকনগর:
মমতা বন্দোপাধ্যায়ের বদনাম করলে বাড়ির মা বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে বলে হুমকি দিলেন অশোকনগর কল্যানগড় পুরসভার কাউন্সিলরের স্বামী। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার দাবি করেছেন,মুখ্যমন্ত্রীর বিরোধীদের শায়েস্তা করার নিদান দেওয়ার পরই বেলগাম হয়েছেন তৃণমুল নেতারা।উল্লেখ্য মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন , ‘আমাকে অনেক গালাগাল দিয়েছে, অসম্মান করেছে। আমি আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু আজ বলছি যেটা করার দরকার, সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারতে পারেন।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছিলো ,তবে তার ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।