
নিজস্ব প্রতিনিধিঃ ১৬ মার্চ অষ্টদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। যদিও এর আগেই রাজনৈতিকদল গুলি অধিকাংশ আসনেই তাঁদের প্রার্থী ঘোষণা করেছেন। তারপর থেকেই প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। সেই প্রচারের ছবি দেখা গেল ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত মহেশতলা বিধানসভায়। মহেশতলা পৌরসভার অন্তর্গত ৩৫ নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর গোপাল সাহা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ যাত্রা সারলেন। প্রায় শতাধিক বাড়িতে ঘুরে মানুষের বিভিন্ন অভিযোগের কথাও শুনলেন তিনি। পানীয় জল, উপযুক্ত রাস্তা, এবং বিদ্যুৎ পরিষেবাকে সামনে রেখে কাউন্সিলর গোপাল সাহার কাছে অভিযোগে জানান স্থানীয় মানুষরা। গোপাল সাহা প্রতিটি অভিযোগকারীকে আশ্বাস দেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের প্রতিটি দাবি পূরণ করবেন।